Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৮ জুলাই, ২০১৬ ০২:৩৮
কলেজ ও মাদ্রাসা অধ্যক্ষদের সঙ্গে সরকারের বৈঠক ২১ ও ২৪ জুলাই
নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ দমনের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠকের পর এবার সরকারি কলেজ ও মাদ্রাসাগুলোর অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করবে সরকার। আগামী ২১ জুলাই সরকারি কলেজের অধ্যক্ষদের সঙ্গে ও ২৪ জুলাই মাদ্রাসার অধ্যক্ষদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল এক মতবিনিময় সভায় একথা বলেন। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ২৩ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করবে সরকার।  রাজধানীর  আন্তর্জাতিক  মাতৃভাষা  ইনস্টিটিউট  মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এই পাতার আরো খবর
up-arrow