Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৮ জুলাই, ২০১৬ ২২:৫৯
ময়ূর নদ দখল করেছে খুলনা সিটি করপোরেশন!
ভিন্নমত কেসিসির
নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরীর পয়ঃনিষ্কাশনের অন্যতম প্রাকৃতিক মাধ্যম ময়ূর নদ দখল করে পার্কের স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে খোদ সিটি করপোরেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে! এসব স্থাপনা নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম। গতকাল সকালে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ময়ূর নদ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি সিটি করপোরেশনকে এই কাজ বন্ধের নির্দেশ দেন। পরে তিনি সরেজমিন ওই পার্কের স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনেও তিনি নদের মধ্যে স্থাপনা নির্মাণের সত্যতা পান। তবে কেসিসি দাবি জেলা প্রশাসনের এসএ খতিয়ানের ম্যাপ অনুযায়ী এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। নদের জমিতে নয়।

প্রসঙ্গত, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে সিটি রিজিওন ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় খুলনা নগরের গল্লামারীতে অবস্থিত লিনিয়ার পার্কের মধ্যে ১ হাজার ৮৫০ মিটার ফুটপাথ ও ৬টি ডেক নির্মাণ করছে কেসিসি। এর মধ্যে ৩টি ডেক হবে ঘাটসহ। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৯ লাখ টাকা।

এই পাতার আরো খবর
up-arrow