Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৮ জুলাই, ২০১৬ ২২:৫৯
ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হলে জঙ্গি তৈরি হবে না
নিজস্ব প্রতিবেদক, খুলনা
ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হলে জঙ্গি তৈরি হবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সন্ত্রাস, জঙ্গি মসজিদ-মাদ্রাসা থেকে যেমন তৈরি হয় না, তেমনি মসজিদের খুত্বা নজরদারি করে সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। এগুলো বন্ধের জন্য ইসলামী শিক্ষা জরুরি। ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করলে জঙ্গি তৈরি হবে না। গতকাল খুলনা মহানগরীর ডাকবাংলো চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জামিল হকের সভাপতিত্বে নগর সেক্রেটারি মুফতি আমানুল্লাহ ও জেলা সেক্রেটারি শেখ হাসান ওবায়দুল করীমের পরিচালনায় বক্তৃতা করেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা অধ্যক্ষ আবদুল আউয়াল, এমদাদুল্লাহ ফাহাদ, অধ্যাপক আবদুল্লাহ ইমরান, মুজাফ্ফার হোসাইন প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow