মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদী কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে গতকাল মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

জানা গেছে, সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জঙ্গি নির্মূলে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে সরকারকে সব রকমের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় পর্যায়ে জঙ্গি কার্যক্রম দমনে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য উপাচার্যদের প্রতি আহ্বান জানান। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. এম শাহ নওয়াজ আলিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসি সচিব ড. মো. খালেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর