বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশের ক্ষেত্রে ডব্লিউটিওর সহায়তা যথেষ্ট নয় : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত আঙ্কটাড সম্মেলনে গিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রোবার্তো আজেভেডো-এর সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ওই বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেছেন, ডব্লিউটিও বর্তমানে বাংলাদেশকে যে সহযোগিতা প্রদান করছে, তা যথেষ্ট নয়। অন্য যে কোনো এলডিসিভুক্ত দেশের তুলনায় সম্ভাবনাময় হওয়ার কারণে বাংলাদেশের ক্ষেত্রে চলমান সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। এ সময় মন্ত্রী বলেন, এইড ফর ট্রেড-এর আওতায় বিশেষ বিবেচনায় ডব্লিউটিওর সহযোগিতা বৃদ্ধি করা হলে বাংলাদেশের বাণিজ্যে সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

১৮ জুলাই রাতে কেনিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বৈঠকের তথ্য জানায়।

সর্বশেষ খবর