Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৯ জুলাই, ২০১৬ ২৩:১৮
জঙ্গিদের বাসা ভাড়া দিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
জঙ্গিদের বাসা ভাড়া দিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

নগরীতে বাসা ও বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বাড়ি ভাড়া দেওয়ার সময় ভাড়াটের ব্যাপারে খোঁজখবর নেওয়া এবং তার সব তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে গতকাল এসএমপি কমিশনার কামরুল আহসান বিপিএম এ বিজ্ঞপ্তিটি জারি করেন। পুলিশের নির্দেশনা না মেনে কোনো জঙ্গি বা অপরাধীকে কেউ বাসা ভাড়া বা আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নগরবাসীর উদ্দেশ্যে এসএমপির জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানীং বিভিন্ন ধরনের অপরাধীরা নানা অপরাধ ঘটাচ্ছে।

এই পাতার আরো খবর
up-arrow