Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ জুলাই, ২০১৬ ২৩:২০
জামিন জালিয়াতি
আইনজীবীসহ তিনজনকে তলব
নিজস্ব প্রতিবেদক

ইয়াবা মামলায় মিথ্যা তথ্য দিয়ে জালিয়াতি করে জামিন নেওয়ার অভিযোগে এক আইনজীবীসহ তিনজনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৫ জুলাই তাদের আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১৬ জুন ইয়াবা মামলার আসামি নুরুল আলম ও কামাল হোসেন হাইকোর্ট থেকে জামিন নেন। এজাহারে ৮ হাজার ইয়াবার কথা থাকলেও জামিন আবেদনে তার পরিমাণ উল্লেখ করা হয় মাত্র ৮০ পিস।

এই পাতার আরো খবর
up-arrow