Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ জুলাই, ২০১৬ ০২:৪২
জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক

‘সন্ত্রাস জঙ্গিবাদ-রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে রাজধানীতে দীর্ঘ মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। মাসব্যাপী জঙ্গিবাদবিরোধী কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানেও গতকাল মানববন্ধন ও সমাবেশ করেন তারা। মানববন্ধনে ছাত্র, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। স্বাধীনতা শিক্ষক পরিষদ ঢাকা মহানগর (উত্তর) শাখার উদ্যোগে মালিবাগ থেকে খিলক্ষেত ফ্লাইওভার পর্যন্ত দীর্ঘ মানববন্ধন পালিত হয়। বৃষ্টি উপেক্ষা করে এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র শিক্ষক, অভিভাবক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে মধ্য বাড্ডায় এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ঢাকা মহানগর (উত্তর)  আওয়ামী  লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি।

এই পাতার আরো খবর
up-arrow