বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বরিশাল-ঢাকা রুটে আরেক বিলাসবহুল লঞ্চ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-ঢাকা রুটে আরেক বিলাসবহুল লঞ্চ

বরিশাল-ঢাকা নৌরুটে যুক্ত হয়েছে আরও একটি বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ। মেসার্স রাবেয়া শিপিং কোম্পানির ব্যানারে নির্মিত দেশের অন্যতম বৃহৎ যাত্রীবাহী বিলাসবহুল এমভি পারাবত-১২ লঞ্চটি   গতকাল সদরঘাটে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান। আজ নতুন এই লঞ্চটি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করবে। ৩১০ ফুট দৈর্ঘ্য এবং ও ৫২ ফুট প্রস্থবিশিষ্ট এই লঞ্চে সংযোজন করা হয়েছে জাপানে তৈরি ৫ হাজার অশ্ব শক্তির মেরিন প্রোপালশন দুটি ইঞ্জিন এবং ৬টি জেনারেটর। চারতলাবিশিষ্ট এই লঞ্চে থাকছে যাত্রীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ২৮২টি কেবিন। এর মধ্যে ৭টি ভিআইপি (বিজনেস ক্লাস) কেবিন, দুটি ফ্যামিলি কেবিন, ৬৬টি ডাবল কেবিন এবং ১০৫টি সিঙ্গেল কেবিন। বিজনেস ক্লাসে থাকছে পাঁচতারকা হোটেল মানের সার্ভিস। রয়েছে বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস, ফাস্টফুড ক্যাফে এবং মেডিসিন কর্নার। প্রতিটি কেবিনে বিনোদনের জন্য রয়েছে এলইডি টিভি। সংশ্লিষ্ট সূত্র জানায়, যাত্রীদের নিরাপত্তার জন্য নৌযানটিতে নির্মাণ করা হয়েছে দুই স্তরবিশিষ্ট তলদেশ। এ ছাড়া রয়েছে রাডার, জিপিএস, ইকো সাউন্ডার, যোগাযোগের জন্য ভিএইচএফ রেডিও, ও অন স্ক্রিন নেভিগেশন ক্যামেরা।

সর্বশেষ খবর