Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ জুলাই, ২০১৬ ২৩:৪২
বাগেরহাটে চরমোনাই পীর
মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসী তৈরি হয় না
বাগেরহাট প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মসজিদ-মাদ্রাসা থেকে যেমন তৈরি হয় না, তেমন মসজিদের খুতবা নজরদারি করে সন্ত্রাস-জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য বর্তমান শিক্ষাব্যবস্থাই দায়ী। গতকাল বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উল্লেখ করে আরও বলেন, ইসলাম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলামই একমাত্র শান্তির ধর্ম।

এই পাতার আরো খবর
up-arrow