Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২১ জুলাই, ২০১৬ ০২:৪৯
হাসিমুখে বাড়ি ফিরল সেই শিশু
নিজস্ব প্রতিবেদক

সফল অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ জীবন নিয়ে হাসিমুখে মায়ের কোলে চড়ে বাড়ি ফিরল ‘অপূর্ণাঙ্গ জোড়া’ দেহ নিয়ে জন্মানো শিশু মোহাম্মদ আলী। টানা চার মাস চিকিৎসা শেষে গতকাল তাকে আনুষ্ঠানিকভাবে মা হীরামণির হাতে তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ মার্চ অপূর্ণাঙ্গ যমজ দেহ নিয়ে জন্মগ্রহণের তিন দিন পর যখন দরিদ্র মা-বাবা মোহাম্মদ আলীকে নিয়ে এসেছিলেন, তখন তাদের চোখেমুখে ছিল রাজ্যের দুশ্চিন্তার ছাপ। শিশুটির সম্পূর্ণ বিনা মূল্যে থাকা, খাওয়া, ওষুধপথ্য ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।

এই পাতার আরো খবর
up-arrow