Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২১ জুলাই, ২০১৬ ২৩:১২
সিলেট ও বরিশাল জেলা পরিষদে নতুন প্রশাসক
প্রতিদিন ডেস্ক

সিলেট ও বরিশাল জেলা পরিষদে নতুন প্রশাসক দায়িত্ব নিয়েছেন। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর—

সিলেট : সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক গণপরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুত্ফুর রহমান। গতকাল দুপুরে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। গত বছরের ৯ সেপ্টেম্বর আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুর পর সিলেট জেলা পরিষদের প্রশাসকের পদটি শূন্য হয়। বরিশাল : বরিশাল জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খান আলতাফ হোসেন ভুলু। গতকাল সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ববার গ্রহণ করেন তিনি।

এই পাতার আরো খবর
up-arrow