শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

গ্যাসের মূল্য বৃদ্ধির ওপর গণশুনানি

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের নতুন দাম নির্ধারণে গণশুনানি শুরু হচ্ছে আগামী ৭ আগস্ট থেকে। চলবে ১৮ আগস্ট পর্যন্ত। মূল্য নির্ধারক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিতরণ, সঞ্চালন ও উৎপাদন কোম্পানিগুলোর গণশুনানির তারিখ নির্ধারণ করে দিয়েছে। গ্যাসের ছয়টি বিতরণ, একটি সঞ্চালন এবং পেট্রোবাংলাসহ অন্য তিনটি উৎপাদনকারী কোম্পানির প্রস্তাবের ওপরও শুনানি হবে। বিতরণ কোম্পানিগুলো আবাসিকে দুই চুলা ৬৫০ থেকে এক হাজার ২০০ টাকা আর এক চুলা ৬০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য সাত টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৮০ পয়সা করার প্রস্তাব দিয়েছে। শিল্প কারখানায় ক্যাপটিভ পাওয়ারে প্রতি ঘনমিটার গ্যাসের দাম আট টাকা ৩৬ পয়সা থেকে ১৯ টাকা ২৬ পয়সা, যানবাহনের সিএনজি ৩৫ থেকে ৫৮ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর