শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

দুই পক্ষের তালিকা নিল কেন্দ্রীয় ছাত্রলীগ

চবির পদবঞ্চিতদের আন্দোলন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত দুপক্ষের নামের তালিকা নিল সংগঠনের কেন্দ্রীয় সংসদ। গতকাল নগর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার সঙ্গে পৃথক বৈঠক করে ত্যাগী ও বঞ্চিত নেতা-কর্মীদের তালিকা নেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় সংসদ এ তালিকা যাচাই করে আবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। জানা যায়, সৃষ্ট সমস্যা নিরসনে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন গত বৃহস্পতিবার চট্টগ্রাম আসেন। গতকাল তারা মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। পরে আবার তারা মেয়রের বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদ পাওয়া ও পদবঞ্চিতদের সঙ্গে বৈঠক করেন। এ সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শাহাজাদা মহিউদ্দীনও উপস্থিত ছিলেন। পরে দুপক্ষের প্রকৃত ত্যাগী ও বঞ্চিত নেতাদের দুটি তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে দেওয়া হয়। 

ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ছাত্রলীগের দুপক্ষের কথা আমরা শুনেছি। পদবঞ্চিত দুপক্ষ থেকে তালিকা নেওয়া হয়েছে। এ তালিকা নিয়ে ঢাকায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তা ছাড়া তালিকায় দুবার আসছে এমন নামও বাদ যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর