Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৩ জুলাই, ২০১৬ ২৩:২৫
বিএনপি বিক্ষোভের অনুমতি পায়নি ঢাকায়
নিজস্ব প্রতিবেদক

পুলিশের বাধার মুখে সারা দেশে গতকাল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, পল্লবীসহ বিভিন্ন থানায় প্রতিবাদ মিছিলে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের মতে, এ বিক্ষোভ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে আগের দিন রাতেই বাড়িঘরে হানা দিয়ে সারা দেশ থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

এ ছাড়াও জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, বরিশাল, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় গতকাল দুপুরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার মুখেও বিক্ষোভ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে শুক্রবার কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরী পর্যায়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীতে সমাবেশ করতে না পারার কথা জানালেও ঢাকায় বিভিন্ন থানা বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন।

এই পাতার আরো খবর
up-arrow