Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

প্রকাশ : রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৪ জুলাই, ২০১৬ ০১:৫০
ঢাবি শামসুন্নাহার হল দিবস পালিত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল নির্যাতন দিবস। দিবসটি উপলক্ষে গতকাল হল প্রশাসন ও বিভিন্ন ছাত্র সংগঠন পৃথক কর্মসূচি পালন করে। দিবসটিকে স্মরণ করে এর প্রতিবাদস্বরূপ গতকাল রাত ৯টার দিকে আলোকমিছিল করে ছাত্রলীগ। ঢাবি শাখা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এরপর সেখান থেকে একটি আলোকমিছিল বের করা হয়। এটি শামসুন্নাহার হলের সামনে গিয়ে শেষ হয়। শুক্রবার দিবাগত রাতে হলপ্রাঙ্গণে হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও ছাত্রীরা মোমবাতি প্রজ্বালন করেন।
up-arrow