Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৪ জুলাই, ২০১৬ ২৩:৩৬
লক্ষাধিক নিবন্ধন করা সিম জব্দ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
লক্ষাধিক নিবন্ধন করা সিম জব্দ

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপারেটরের প্রায় এক লাখ অবৈধ সিম জব্দ করেছে। পুলিশের দাবি, নিবন্ধন করা এসব সিম দেশের বিভিন্ন এলাকার খুচরা দোকানে সরবরাহের জন্য রাখা হয়েছিল। গতকাল বিকাল ৪টায় রিয়াজউদ্দিন বাজারের রয়েল প্লাজার সিডিএ মার্কেটে অভিযান চালিয়ে পুলিশ  সাতজনকে আটক করতে সক্ষম হয়েছে। অভিযান  শুরু হলে দ্রুত দোকান বন্ধ করে বেশির ভাগ ব্যবসায়ী পালিয়ে যায়।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফারুক আহমেদ বলেন, রিয়াজউদ্দিন বাজারের রয়েল প্লাজার ৫-৬টি দোকানে অভিযান চালিয়ে প্রায় লাখ খানেক সিম জব্দ করেছি। সাতজনকে অবৈধভাবে সিম রাখার অভিযোগে আটক করা হয়েছে। সিমগুলো নিবন্ধিত ও সচল। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের পর নিবন্ধিত সিম  খোলা বাজারে বিক্রির সুযোগ নেই। এসব অবৈধ সিম দিয়েই নাশকতা এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটানোর সুযোগ আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই পাতার আরো খবর
up-arrow