সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

‘পদ্মায় রেললিংক স্থাপনের কাজ জানুয়ারিতে শুরু’

নিজস্ব প্রতিবেদক

সড়কপথে পদ্মা সেতু দিয়ে ২০১৮ সালে বাস চলাচলের পাশাপাশি একই সময়ে রেল চলাচলের জন্য আগামী বছরের জানুয়ারি মাসে রেললিংক স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা  সেতু প্রকল্পের সার্বিক কাজের ৩৭ শতাংশ অগ্রগতি হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। এর মধ্যে পাইলিং শেষ হয়েছে ২২টি। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে রেললিংক স্থাপনবিষয়ক সমন্বয় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। সভায় রেলমন্ত্রী  মুজিবুল হক উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের জানান, ২০১৮ সালে পদ্মা সেতু দিয়ে একসঙ্গে বাস এবং ট্রেন চলাচল শুরু হবে। এ সময়ের মধ্যে মাওয়া থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪২ কিলোমিটার রেললিংক স্থাপনের কাজ শেষ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর