Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৪ জুলাই, ২০১৬ ২৩:৩৮
বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কার্যক্রম উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ পর্যায়ের ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ শিরোনামে বই পড়া কর্মসূচির উদ্বোধন করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। গতকাল নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। 

কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা। অন্যদের মধ্যে অনুষ্ঠানে বিকাশ এর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স ক্যাপ্টেন সাবের শরিফ, শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ও বিশিষ্ট লেখক জাহাঙ্গীর আলম ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসান আজিজুল হক রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বই পড়ার গুরুত্ব সম্পর্কে বলেন, সিলেবাসের বই হচ্ছে অপাঠ্য আর সিলেবাসের বাইরের সব বই হচ্ছে পাঠ্য। কারণ সিলেবাসের বই শিক্ষার্থীরা পড়তে বাধ্য। তার বাইরের বই যেটুকু তারা পড়বে, সেটাই হচ্ছে পাঠ্য।

এই পাতার আরো খবর
up-arrow