সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিদের জামিন ঠেকাতে সেল গঠন করতে পারেন অ্যাটর্নি জেনারেল : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিদের জামিন ঠেকাতে অ্যাটর্নি জেনারেল নিজেই সেল তৈরি করতে পারেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সমন্বয় সেল গঠনের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকার সেল গঠনে উদ্যোগ নেবে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, অ্যাটর্নি জেনারেল নিজেই কিন্তু এ সেলটা তৈরি করতে পারেন, তার অফিসে। কারণ তার দফতরে পর্যাপ্তসংখ্যক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন। আমি এ ব্যাপারে তার সঙ্গে কথা বলব। তিনি আরও বলেন, একজন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলের নিয়ন্ত্রণে বা নেতৃত্বে তার অফিসে এই সেল করতে পারেন। যাতে তিনি (জঙ্গিদের মামলার ব্যাপারে) ইনফরমেশন পেতে পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের ছাদের প্লাস্টার খসেপড়া সংক্রান্ত একটি সংবাদ একটি ইংরেজি পত্রিকায় প্রকাশের পর মন্ত্রী ট্রাইব্যুনাল পরিদর্শনে যান। সেই ভবনের কাজ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, মেরামতের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর