সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদবিরোধী খুতবা প্রণয়নে এমপিদের সম্পৃক্ত করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

জুমা নামাজের সময় পাঠের জন্য জঙ্গিবাদবিরোধী খুতবা প্রণয়নে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সদস্যদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে। বিষয়টি ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যদেরও জবাবদিহিতার সঙ্গে জড়িত থাকায় এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এককভাবে সিদ্ধান্ত না নিয়ে ধর্ম মন্ত্রণালয়সহ স্থায়ী কমিটিকে এর সঙ্গে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে চলতি বছরের হজ কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলায় হাব সমন্বয় পরিষদের বৈধতা ও আইনগত ভিত্তি খতিয়ে দেখাসহ প্রশ্ন উত্থাপনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বজলুল হক হারুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর