মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নতুন করারোপ ছাড়াই কেসিসির বাজেট

এবার ঘাটতি ৩৭৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নতুন কোনো করারোপ ছাড়াই খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রায় ৪৬৭ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারও বাজেট ঘাটতি থাকছে ৩৭৩ কোটি টাকা। গতকাল দুপুরে নগর ভবনে এই বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস।

এবারের বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৯৪ কোটি টাকা। বাকি ৩৭৩ কোটি টাকা সরকারি অনুদান ও বিশেষ প্রকল্প বা দাতা সংস্থার অনুদান নির্ভর আয় ধরা হয়েছে। অপরদিকে, সাধারণ খাতে সংস্থাপনসহ উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি টাকা। এর মধ্যে সংস্থাপন ব্যয় ৯৪ কোটি টাকা ও সমাপনী স্থিতি থেকে ৩৫  কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ২০০ কোটি টাকা ব্যয়ে নগরীর বিভিন্ন রাস্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, সলিডেস্ট ম্যানেজমেন্ট এবং অ্যাসফল্ট প্লান্ট স্থাপন প্রকল্প ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ  থোক বরাদ্দ এবং জাতীয় এডিপিভুক্ত প্রস্তাবিত প্রকল্পে সরকারি অনুদান হিসেবে ব্যয় ধরা হয়েছে ৮৮ কোটি টাকা গত অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ৪২২ কোটি টাকা।

সর্বশেষ খবর