Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

ঢাকা, শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৫ জুলাই, ২০১৬ ২৩:৪৪
ছাত্রলীগ নেতাদের প্রশংসনীয় উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের মাহিগঞ্জ সাতমাথায় চলাচল অনুপযোগী একটি সড়ক নিজের টাকায় সংস্কার করছেন জেলা ছাত্রলীগ নেতারা। গতকাল সকাল থেকে ছাত্রলীগ নেতারা ইটের টুকরো ও মাটি ফেলে সড়কটি চলাচলের উপযোগী করে তুলছেন তারা।

ছাত্রলীগ নেতাদের সড়ক সংস্কারের কাজ দেখে স্থানীয়রাও অংশ নেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নগরীর ব্যস্ততম এ সড়কটির সাতমাথা এলাকায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ। সামান্য বৃষ্টিতেই সেখানে হাঁটু পানি জমে যায়। প্রতিদিন দুর্ঘটনার শিকার হয় মানুষ। জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন বলেন, মানুষের দুর্ভোগের কথা ভেবেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সংস্কার কাজে অংশ নেন জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম সরদার, সহ-সভাপতি শাহিনুর ইসলাম গাজী, যুগ্ম সম্পাদক শেরে-ই-জাহান শাওন ও উপ-প্রচার সমপাদক নাহিদ হাসান সাদ্দাম এবং স্থানীয় বাসিন্দা হাবিব সুমন।

এই পাতার আরো খবর
up-arrow