মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জিয়া পতাকা পরিবর্তন করতে চেয়েছিলেন

—ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তন করতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক চাপ আর অস্থিরতার জন্য তা করার সুযোগ পাননি। যুবলীগ চেয়ারম্যান গতকাল ধানমণ্ডিতে তার অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১২ ডিসেম্বর চট্টগ্রামে ভারীশিল্প উদ্বোধনের পর সার্কিট হাউসে যান। এ সময় চট্টগ্রাম বিএনপির প্রতিষ্ঠাতা ড. ইউসুফ জানতে চান, কেন কোরআন তেলাওয়াতের আগে জাতীয় সংগীত পরিবেশন করা হলো এবং জাতীয় পতাকায় ইসলামের কোনো রং না থাকায় পতাকা পরিবর্তনের কথা বলেন। জিয়াউর রহমান বলেন, ‘হবে হবে সবই হবে। আগে হিন্দুর লেখা জাতীয় সংগীত বদলাতে হবে। তার পরে জাতীয় পতাকার কথা ভাববো।’

সর্বশেষ খবর