মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ই-টেন্ডারিংয়ে সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি

নির্মিত হবে আর্ট ডাটা সেন্টার

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০১৬ সালেই সরকারি সব দফতরের কেনাকাটায় পুরোপুরি ই-টেন্ডার চালু করার উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া অনলাইনে তথা ই-টেন্ডারিংয়ের সক্ষমতাও বাড়ানো হচ্ছে। এ ছাড়া ই-টেন্ডারিংয়ের জন্য ডাটা সেন্টার ক্রয়ে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় অতিরিক্ত অর্থায়ন হিসেবে বিশ্বব্যাংক ৮০ কোটি টাকা ঋণ দিচ্ছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী সফিকুল আযম এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজেশ্বরী এস পারালকার। জানা গেছে, অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে এ প্রকল্পের আওতায় একটি নতুন স্ট্রেট অব দ্য আর্ট ডাটা সেন্টার নির্মিত হবে। যার ধারণক্ষমতা হবে ২০ টেরাবাইট। এ ছাড়াও একটি মিরর সাইট স্থাপিত হবে যা বর্তমানে অবস্থিত নিম্ন ধারণক্ষমতার ডাটা  সেন্টারকে প্রতিস্থাপন করবে। মিরর সাইটটির নিরাপত্তা ব্যবস্থা অধিকতর উন্নত এবং বর্তমান ডাটা সেন্টারের ১৮০ গুণ ধারণ ক্ষমতাসম্পন্ন হবে। যেখানে প্রায় ৮ দশমিক ৬ মিলিয়ন  টেন্ডার সংরক্ষণ এবং ৩ লাখ ২৫ হাজার নিবন্ধিত দরদাতার তথ্য সংরক্ষণ করা যাবে।

সর্বশেষ খবর