মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

গ্র্যাচুইটি ফান্ডের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

কোনো প্রতিষ্ঠান গ্র্যাচুইটি ফান্ডের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবে না। সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই নির্দেশ দিয়ে বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট জারি করা নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ঋণপ্রবাহে সুদের হার কমানোর লক্ষ্যে তরল অর্থের সরবরাহ বৃদ্ধি করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ষাণ্মাসিক মুদ্রানীতি সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। আজ বাংলাদেশ ব্যাংক এ মুদ্রানীতি ঘোষণা করবে। নির্দেশনায় বলা হয়েছে, সঞ্চয়পত্র বিধিমালা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি ফান্ডের অর্থ পাঁচ বছরমেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করার সুযোগ নেই। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, অতীতেও গ্র্যাচুইটি ফান্ডের অর্থ সঞ্চয়পত্র খাতে বিনিয়োগের সুযোগ ছিল না।

সর্বশেষ খবর