মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক

ঘোষিত টানা ২১ দিনের কর্মসূচির একদিন পর আবাসিক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল দুপুর পৌনে ১২টায় উত্তরার ৪ নম্বর সেক্টরের শাহজালাল এভিনিউ ও ডেসকোর সামনের এলাকা থেকে এই অভিযান শুরু করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। এ সময় ওই এলাকার চারটি বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একই সঙ্গে সেখানকার অননুমোদিত ৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিলগালা করে দিয়েছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর