মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা
তরিকত ফেডারেশনের দাবি

তাবলিগে আসা বিদেশি মুসল্লিদের নজরে রাখুন

নিজস্ব প্রতিবেদক

তাবলিগ জামাতে আসা বিদেশি মুসল্লিদের নিয়মিত নজরদারিতে রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল। গতকাল কলাবাগান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি আরও বলেন, ‘তাবলিগ জামাতের মাধ্যমে আমাদের দেশে অনেক বিদেশি আসে। তাদের কি জবাবদিহিতার মধ্যে আনা হয়? রাষ্ট্র বা গোয়েন্দা বাহিনীর কি জানা আছে- তাবলিগ জামাতে এসে কেউ বাংলাদেশে রয়ে গেল কিনা?’ তিনি বলেন, গুলশান ও শোলাকিয়া হামলার মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক সন্ত্রাসদের টার্গেটে পরিণত হয়েছে। এ সন্ত্রাসবাদের পেছনে বিদেশের বা দেশের যেসব গোষ্ঠী জড়িত, সেগুলো ইসলাম প্রতিষ্ঠার লড়াইয়ের কথা বললেও আসলে তা নয়।

সর্বশেষ খবর