বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশে শিশু সহিংসতায় উদ্বেগ ইউনিসেফের

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ১০ বছর বয়সী একটি শিশু নারায়ণগঞ্জে তার কাজের স্থানে সহিংসতার শিকার হওয়া এবং তাকে জঘন্যভাবে হত্যা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা শিশু অধিকারের নীতিবিরোধী। ইউনিসেফ এক্ষেত্রে তার অবস্থান পুনর্ব্যক্ত করে সহিংসতার ক্ষেত্রে শিশুদের সহজ লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করা ও বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান শিশুশ্রমে উদ্বেগ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনিসেফ আশা করছে, সুপ্রিমকোর্টসহ বাংলাদেশ সরকার এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে তাদের বিচারের মুখোমুখি করবে। একই সঙ্গে ইউনিসেফ বাংলাদেশ সরকারকে শিশু অধিকারবিষয়ক জাতিসংঘ কমিটি বাংলাদেশের পঞ্চম পিরিয়ডিক রিপোর্ট প্রসঙ্গে তাদের যে পর্যবেক্ষণসমূহ দিয়েছে তা পুনরায় বিবেচনা করে শিশুদের বিরুদ্ধে সহিংসতা, বাল্যবিবাহ এবং শিশুশ্রম বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছে।

সর্বশেষ খবর