শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ছাত্রলীগে সক্রিয় ছাত্রদল!

শরিফুল ইসলাম সীমান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের কর্মীরা এখন ছাত্রলীগে সক্রিয় হয়ে উঠেছে। ২০১৪ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসবে এমনটি ভেবে ছাত্রদলের রাজনীতি শুরু করেন তারা। কিন্তু বিএনপি-জামায়াত ক্ষমতায় না আসায় এবার ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়েছেন তারা। জানা যায়, জাবি শাখা ছাত্রদলের তৎকালীন সভাপতি জাকিরুল ইসলাম জাকির ও সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়ার হাত ধরে ছাত্রদলের রাজনীতি শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাইদুল ইসলাম (অর্থনীতি বিভাগ), সৌরভ ইসলাম (উদ্ভিদবিজ্ঞান), শহীদ রফিক-জব্বার হলের আলী হাসান মোর্তাজা রিফাত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) ও মশিউর রহমান রোজেন (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ)। পরবর্তীতে ছাত্রদলের রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে ২০১৪-১৫ সাল থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন তারা। এমন পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় আছেন বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের সক্রিয় কর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে শাখা ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদক বলেন, জাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সব সময় অনুপ্রবেশকারীদের বিষয়টি এড়িয়ে যান। যার কারণে তারা ছাত্রলীগে রাজনীতি করার সুযোগ পান। শুধু তাই নয়, এই অনুপ্রবেশকারীরাই ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এদের বিষয়ে সংগঠনের আরও সতর্ক হওয়া প্রয়োজন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের একজন সাইদুল ইসলাম ছাত্রদলের সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেন। আলী হাসান মোর্তজা রিফাত রাজনীতিতে সক্রিয় নন বলে জানান। অপর দুজনকে তাদের মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর