শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

হোল্ডিং ট্যাক্স কমানোর দাবিতে রাসিক ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অযৌক্তিকভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবন ঘেরাও করেছে নগরবাসী। পাশাপাশি বর্ধিত হোল্ডিং ট্যাক্স না কমালে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাত দিনের আলটিমেটাম দেন তারা। গতকাল সকালে রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ ও হোল্ডিং ট্যাক্স প্রতিরোধ কমিটির ব্যানারে বিক্ষুব্ধরা নগর ভবনের সামনে জড়ো হন। অবস্থান কর্মসূচি থেকে একই দাবিতে পৃথক দুই সংগঠন স্মারকলিপিও জমা দেন। মেয়রের অনুপস্থিতিতে তার একান্ত সচিব আজমির আহমেদ মামুন স্মারকলিপি দুটি গ্রহণ করেন। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবি নেতা এনামুল হক, নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মোতাসির বিল্লাহ, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর