শিরোনাম
শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

‘ফিরোজা বেগম স্বর্ণ পদক’ পেলেন সাবিনা ইয়াসমিন

সাংস্কৃতিক প্রতিবেদক

‘ফিরোজা বেগম স্বর্ণ পদক’ পেলেন সাবিনা ইয়াসমিন

সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ফিরোজা বেগম স্বর্ণ পদক’ পেলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণ পদক ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ পদক প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়। পদক হিসেবে সাবিনা ইয়াসমিনকে স্বর্ণ পদক ও দুই লাখ টাকা প্রদান করা হয়। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের হাতে এই পদক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন বেগম আকতার কামাল ও নৃত্যকলা বিভাগের প্রধান রেজওয়ানা চৌধুরী বন্যা। উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রাস্ট ফান্ডের দাতা ও ফিরোজা বেগমের ভাই এম আনিস উদ দৌলা এবং সংগীত বিভাগের প্রধান ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী খান) এবং ফিরোজা বেগমের দুই ছেলে হামিন আহমেদ ও শাফিন আহমেদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর