শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ঢাকা দক্ষিণ সিটির বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের ১ হাজার ৫২ কোটি টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত এ বাজেট গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় তিন গুণ। গতকাল দুপুরে ডিএসসিসির নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে আয় খাতগুলোয় রয়েছে, ডিএসসিসির চলতি অর্থবছরের বাজেটে আয়ের খাতের মধ্যে আছে রাজস্ব থেকে ১ হাজার ৩৯১ কোটি ২৭ লাখ টাকা, নিজস্ব অন্যান্য খাত থেকে ১১ কোটি ১২ লাখ টাকা এবং সরকারি থোক ও বিশেষ অনুদান ২১৮ কোটি টাকা। এ ছাড়া সরকারি, বেসরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আসবে ১ হাজার ৪৮৫ কোটি ৩২ লাখ টাকা। সবচেয়ে বেশি ব্যয় বরাদ্দ করা হয়েছে সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নের জন্য; যার পরিমাণ ৯৪৩ কোটি ৬৬ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর