শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা
তরিকতের অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছে না ইফা!

নিজস্ব প্রতিবেদক

জুমার নামাজের খুতবা সম্পর্কে প্রধানমন্ত্রীর নির্দেশনা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল মানছেন না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী ও মহাসচিব এম এ আউয়াল। গতকাল এক যৌথ বিবৃতিতে তারা অবিলম্বে খুতবার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য ইফা ডিজিকে আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি পরিষ্কার করে বলেছেন, খুতবা নিয়ন্ত্রণের পরিকল্পনা সরকারের নেই। বরং জঙ্গিবাদ, সন্ত্রাস এবং উগ্রবাদ মোকাবিলায় মুসল্লিদের সচেতন করতে। খুতবাপূর্ব বয়ানে যেন বক্তব্য রাখা হয়। কিন্তু তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করেছেন সামীম মোহাম্মদ আফজাল। গত দুই সপ্তাহের মতো গতকালের খুতবাও তিনি পড়ার জন্য খতিবদের কাছে পাঠিয়েছেন। এটা বাড়াবাড়ি। তারা দাবি করেন, তরীকত ফেডারেশন একাধিকবার আহ্বান করেছে খুতবা প্রণয়নে দেশের বিশিষ্ট পীর-মাশায়েখ ও ইমামদের পরামর্শ নিতে। কিন্তু এবারও ইফা ডিজি কোনো কর্ণপাত করেননি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর