শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

অনলাইন পেমেন্টে বাধা শিগগির উঠে যাবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অনলাইন পেমেন্টে বাধা শিগগির উঠে যাবে : অর্থমন্ত্রী

দেশে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে যে বাধা আছে তা শিগগির উঠে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে অনলাইনে গৃহস্থালি সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত ‘সেবা ডট এক্সওয়াইজেড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সেবার ওয়েবসাইট আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ই-পেমেন্ট ও ই-রিসিপ্ট অনেক হচ্ছে। বিদেশের সঙ্গেও হচ্ছে আমরা হয়তো অনেকে জানি না। ই-পেমেন্টের ক্ষেত্রে যে বাধা আছে তা শিগগির উঠে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের একটা দুর্নাম আছে, আমরা দুর্নীতিপরায়ণ। এ থেকে উত্তরণের সর্বশ্রেষ্ঠ উপায় আমার মনে হয় ই-পেমেন্ট ও ই-রিসিপ্টস। আমরা যতই ই-পেমেন্ট ও ই-রিসিপ্টসে যাব ততই দুর্নীতির সুযোগ বন্ধ হবে এবং আমরা দুর্নীতির দুর্নাম ঘোচাতে পারব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর