বুধবার, ৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

গুলশানে পাঁচ প্রতিষ্ঠান সিলগালা

উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

গুলশানে পাঁচ প্রতিষ্ঠান সিলগালা

রাজধানীর গুলশান ১ নম্বরে গতকাল উচ্ছেদ অভিযান চালায় রাজউক —বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক কার্যক্রম বন্ধে গুলশান ও বনশ্রীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। এ সময় গুলশানের পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে এবং বনশ্রীর প্রায় ৪০টি অবৈধ র‌্যাম্প ভেঙে ফেলা হয়েছে। তবে উত্তরায় উচ্ছেদ অভিযানের প্রস্তুতি থাকলেও পুলিশের অভাবে তা শুরু করতে পারেননি সেখানকার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। গতকাল গুলশান-১-এর ৮ থেকে ১৪ নম্বর রোডে রাজউকের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং বনশ্রীর ডি ও ই ব্লকের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান বলেন, গুলশানে অবৈধ উচ্ছেদ অভিযানে তিনটি সুপার শপ, একটি ফার্নিচার ও একটি পোশাকের শোরুম সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া রাস্তার ওপরের অবৈধ ছয়টি র‌্যাম্প ভেঙে দেওয়া হয়েছে এবং একটি পার্কিংয়ের জায়গা উদ্ধার করা হয়েছে। বনশ্রীর অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন বলেন, ‘আমরা ডি ও ই ব্লকে অভিযান চালিয়ে ৩৫-৪০টি অবৈধ র‌্যাম্প ভেঙে ফেলেছি।’ নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন বলেন, ‘উত্তরায় অভিযান চালানোর সব ধরনের প্রস্তুতি ছিল। কিন্তু পুলিশ ফোর্স না পাওয়ায় আমরা অভিযান শুরু করতে পারিনি।’

সর্বশেষ খবর