শিরোনাম
শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সিলেটে কঠোর নজরদারিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

অনিয়মিতদের তালিকা করছে প্রশাসন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বর্তমান সময়ে দেশের সবচেয়ে আলোচিত ইস্যু হচ্ছে জঙ্গিবাদ। বিশেষ করে জঙ্গি হামলার সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার বিষয়টি ভাবাচ্ছে সংশ্লিষ্টদের। এ অবস্থায় দেশের সব বিশ্ববিদ্যালয়ে সতর্ক দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেটেও গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে। কঠোর নজরদারির ফলে ইতিমধ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তিন শিক্ষার্থী এবং বেসরকারি লিডিং ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীকে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করেছে পুলিশ। সিলেটে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবি ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে লিডিং ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি। সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠায় এবং জঙ্গি হামলার সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্পৃক্ততা থাকায় সিলেটে এসব বিশ্ববিদ্যালয়ে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনিয়মিত শিক্ষার্থীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন গোয়েন্দারা। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনও অনিয়মিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করছে। গত দুই সপ্তাহে শাবির তিন শিক্ষার্থী ও লিডিং ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শিক্ষার্থীদের প্রতি বাড়তি দৃষ্টি রাখছে। এ ব্যাপারে শাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, শাবির অনিয়মিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে প্রতিটি বিভাগে চিঠি দেওয়া হয়েছে। তালিকা তৈরির কাজ চলছে। সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের বাসায় যোগাযোগ করা হচ্ছে। অনেকের পরিবারের লোকজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে রিপোর্ট করছেন। লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় অনিয়মিত শিক্ষার্থী একেবারে কম। যারা অনিয়মিত, তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর