শিরোনাম
শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, ত্রাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ও আওয়ামী লীগ নেতা মুকুল বোস প্রমুখ। এ ছাড়াও মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ, আবাহনী পরিচালক, সমর্থক, কর্মকর্তা ও খেলোয়াড়সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সকাল ৯টায় বনানী গোরস্তানে চিরনিদ্রায় শায়িত শহীদ শেখ কামালের সমাধিতে নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বেলা ১১টায় শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, মতিউর রহমান মতি ও যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাউল আলম সাচ্চু বক্তব্য রাখেন।

আওয়ামী যুবলীগ বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর