রবিবার, ৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

প্রণব সুষমা রাহুলের সঙ্গে জাপার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রণব সুষমা রাহুলের সঙ্গে জাপার বৈঠক

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন সফররত জাপার এমপিরা —বাংলাদেশ প্রতিদিন

জাতীয় পার্টির সংসদীয় প্রতিনিধি দল দিল্লি সফর করছে। জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারত সরকারের আমন্ত্রণে এ সফরে গেছে।

সফরকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, ডেপুটি স্পিকার থাম্বি ডুরাই, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সরকারি দল বিজেপির নেতৃবৃন্দ, কূটনীতিক, সাবেক সেনাপ্রধান, চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি ভারত-বাংলাদেশের বন্ধুত্ব সুদৃঢ় রাখা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলে জাতীয় পার্টির এমপিদের মধ্যে রয়েছেন ফখরুল ইসলাম, পীর ফজলুর রহমান মিসবাহ, নুরুল ইসলাম মিলন, মোহাম্মদ নোমান, আমির হোসেন ও অ্যাডভোকেট আলতাফ আলী। জিয়াউদ্দিন আহমেদ বাবলু মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রণব মুখার্জিকে বলেছি, ভারতের সঙ্গে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। প্রণব মুখার্জি বলেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় ভারত আমাদের সঙ্গে থাকবে। সহযোগিতা করবে। আমরা বলেছি, বাংলাদেশে সন্ত্রাসীদের জায়গা হবে না।’ জিয়াউদ্দিন বাবলু বলেন, ভারত ও বাংলাদেশের রপ্তানিবৈষম্য দূর করার কথা বলেছি। ছিটমহল সমস্যা সমাধানের জন্য ধন্যবাদ জানিয়েছি। পাশাপাশি পানি, সীমান্তসহ আরও যত সমস্যা আছে সেগুলো সমাধানের উদ্যোগ নিতে বলেছি। এসব সমস্যা দ্রুতই সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর সম্পর্ক আরও জোরদার করার কথা বলেছি।’ রাহুল গান্ধীর সঙ্গে বৈঠককালে নানা আলোচনায় সিলেট প্রসঙ্গও স্থান পায়। পীর ফজলুর রহমান মিসবাহকে রাহুল বলেন, ‘আপনার সিলেটের মানুষজন ব্রিটেনে রেস্টুরেন্ট ব্যবসায় আধিপত্যই বিস্তার করেনি, সুনামও অর্জন করেছেন।’

সর্বশেষ খবর