সোমবার, ৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

উত্তর কোরীয় কূটনীতিককে ঢাকা ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

কূটনৈতিক সুবিধার অপব্যবহারের মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঢাকায় উত্তর কোরিয়া দূতাবাসের এক প্রথম সচিবকে আজ সোমবারের মধ্যে বাংলাদেশ ছেড়ে যেতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রাতে জানান, গত মাসে শুল্ক কর্মকর্তারা কমলাপুরের অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে (আইসিডি) তল্লাশি চালিয়ে উত্তর কোরিয়া দূতাবাসের ওই প্রথম সচিবের নামে আনা সাড়ে তিন কোটি টাকা মূল্যের সিগারেট ও বৈদ্যুতিক সরঞ্জাম আটক করেন।

সর্বশেষ খবর