মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ, ধস্তাধস্তি

জবি প্রতিনিধি

ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ, ধস্তাধস্তি

নতুন আবাসিক হল নির্মাণ ও পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের কেন্দ্রীয় কারাগারের জায়গা বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করার দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ দাবিতে গতকাল শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করলে কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে এক শিক্ষার্থীকে আটকও করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে শান্ত চত্বরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে তারা প্রধান ফটকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের ওপর চড়াও হলে উভয়পক্ষে বেশ কিছু সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় দর্শন বিভাগ ৯ম ব্যাচের শিক্ষার্থী মো. রুবেলকে আটক করা হয়। এরপর দুপুর ১২টার দিকে এক সমাবেশ থেকে আজ আবারও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বলেন, তাদের যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখতে প্রশাসন শিবির ও জঙ্গিদের নিয়ে আন্দোলনে বাধা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রধান ফটক অবরুদ্ধ ও জিম্মি করে আন্দোলন করাকে প্রশাসন সমর্থন করে না।

এদিকে আন্দোলনে বাধা প্রদান করায় জবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামকে মারধর করেছে তারই প্রতিপক্ষ জহির রায়হান আগুন গ্রুপের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর