বুধবার, ১০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশের ব্র্যান্ডিং করতে হবে : নসরুল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ব্র্যান্ডিং করতে হবে : নসরুল

বাংলাদেশের ব্র্যান্ডিং করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আমাদের কাজগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারলেই দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে এবং আত্মবিশ্বাস বাড়বে।

গতকাল ঢাকার সোনারগাঁও হোটেলে ‘সিরাজগঞ্জ ৪১৪ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট স্থাপনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়ে নসরুল হামিদ বলেন, সিঙ্গাপুরের এই বিনিয়োগ আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। সিরাজগঞ্জের সয়দাবাদে তৈরি হতে যাওয়া এ কেন্দ্র করতে বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিঙ্গাপুরের সেম্বকর্প একটি যৌথ বিনিয়োগ কোম্পানি গঠন করে নাম রাখে সেম্বকর্প-নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে তৈরি হতে যাওয়া এটি দেশের প্রথম বিদ্যুৎকেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্রটি করতে খরচ হবে ৪১২.৫ মিলিয়ন আমেরিকান ডলার। আর এটি নির্মাণ করতে সেপকো-ওওও, সেম্বপেক ও এসডিসিআই ইপিসি কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করবে। যার জন্য ব্যয় হবে ২৭৮.৯২ মিলিয়ন ইউএস ডলার। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে প্রাথমিক হিসাবে খরচ হবে গ্যাসে ৩ টাকা ১৯ পয়সা এবং তেলে ১৩ টাকা ৫৭ পয়সা। চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের আগস্ট মাস থেকে বাণিজ্যিকভাবে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। চুক্তিতে সই করেন পিডিবি সচিব মো. জহিরুল হক ও সেম্বকর্প-নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তান চেং গোয়ান।

সর্বশেষ খবর