শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সিলেটে রাগীব আলীর হাতে প্রতারিতরা ফুঁসে উঠছেন

উচ্ছেদ আতঙ্কে ভুগছে দেড় সহস্রাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া তারাপুর চা বাগান এখন শিল্পপতি রাগীব আলীর হাতছাড়া। জালিয়াতির মামলায় ছেলেমেয়েসহ তিনি এখন ফেরারি। তারাপুর চা বাগান ও আশপাশ এলাকায় তার প্রতারণার শিকার দেড় সহস্রাধিক পরিবারের আজ পথে বসার উপক্রম হয়েছে। উচ্ছেদ আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের। আগামীকাল শনিবারের মধ্যে বাগানের জায়গা থেকে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নিলে বিদ্যুৎ ও গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দেওয়ার নোটিস দিয়েছে জেলা প্রশাসন। এ অবস্থায় রাগীব আলীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে প্রতারিত লোকজন। তাদের অভিযোগ, তথ্য গোপন করে রাগীব আলী বিভিন্ন ব্যক্তিকে মালিক সাজিয়ে লোকজনের কাছে বাগানের দেবোত্তর সম্পত্তি বিক্রি করেছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রের চলা মামলার কথাও তিনি গোপন করেছেন প্লট মালিকদের কাছে। ফলে রাগীব আলীর জালিয়াতির কারণে আজ তাদের পথে বসার উপক্রম হয়েছে।

জানা যায়, প্রায় ৪২৩ একর জায়গার ওপর তারাপুর চা বাগান অবস্থিত। বাগানের পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ভূমি মন্ত্রণালয়ের কাগজপত্র জাল করে রাগীব আলী ও তার ছেলে বাগানের ওই জায়গা দখলে নেন। এরপর প্লট বানিয়ে প্রায় ৭০ একর জমি বিক্রি করে দেন। সিলেট সিটি করপোরেশনের অনুমতি নিয়ে ওই জায়গার ওপর বাসাবাড়িও নির্মাণ করেন প্লট মালিকরা। নাগরিক সুবিধা প্রসারণে সিটি করপোরেশনও ওই এলাকায় ব্যাপক উন্নয়নকাজ করে। সম্প্রতি উচ্চ আদালতের এক রায়ের পর প্লট মালিকরা জানতে পারেন তাদের কেনা জায়গা দেবোত্তর সম্পত্তি। রাগীব আলী জালিয়াতির মাধ্যমে ব্যক্তিকে মালিক সাজিয়ে জায়গা বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছেন। এর পর থেকে বিক্ষুব্ধরা রাগীব আলীর শাস্তি চেয়ে তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। একই সঙ্গে তারা মানবিক দিক বিবেচনা করে তাদের বসতভিটার জায়গাটুকু দীর্ঘমেয়াদে বন্দোবস্ত দেওয়ার দাবি জানাচ্ছেন। গতকালও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ওই দাবিতে খাসদবীর এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছেন। এর আগে ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জেলা প্রশাসক বরাবর একাধিকবার স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও সমাবেশ করেছেন। এ ব্যাপারে তারাপুরের বাসিন্দা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শাহরীয়ার কবীর সেলিম বলেন, রাগীব আলীর জালিয়াতির দায় অসহায় মানুষের ওপর চাপানো উচিত নয়। তিনি ওই এলাকায় বসবাসকারীদের বসতভিটা দীর্ঘমেয়াদে বন্দোবস্ত দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর