শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের তোড়জোড়

জেলা পরিষদ নির্বাচন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

সরকার জেলা পরিষদের নির্বাচন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়ায় চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাদের মাঝে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। পদপ্রত্যাশী অনেক নেতা দলের কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের ঘরে-অফিসে, সভা-সমাবেশে কৌশলে সক্রিয় হয়েছেন বলে জানা গেছে। দলীয় নাকি নির্দলীয় এবং নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন কিনা— সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত না হলেও আগামী ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন হওয়ায় সম্ভাবনা রয়েছে। এ জন্য জেলা পরিষদ আইনের সংশোধনসহ নানা কর্মপ্রক্রিয়াও শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এটিই হবে দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় জেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। দল থেকে প্রতিটি জেলায় চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়া হবে। তবে এ নিয়ে পরে পার্টির কার্যকরী ফোরামে আরও আলোচনা করে পুরো নির্বাচনী পদ্ধতি নির্ধারণ করা হবে। জানা যায়, গত ২৪ জুলাই আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভায় আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। সরকারের পরিকল্পনা রয়েছে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচকমণ্ডলীতে রেখে পূর্ণাঙ্গ জেলা পরিষদ গঠন করার। নির্বাচিত সংসদ সদস্যদেরও ভোটার করার চিন্তাভাবনা রয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ লক্ষ্যে জেলা পরিষদ আইন-২০০০ পর্যালোচনার কাজ শুরু করেছে। বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনকালে চেষ্টা করেছি এবং এখনো করছি প্রতিটি এলাকার উন্নয়নসহ নানাবিধ কার্যক্রম অব্যাহত রাখতে। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ায় চট্টগ্রামে সম্ভাব্য অনেক প্রার্থী কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। এ পদে আসতে যেসব নেতার নাম এ পর্যন্ত আলোচনায় আছে তাদের মধ্যে রয়েছেন বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইউনুচ গণি, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর