শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জেএমবি নেতার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ‘জেএমবি নেতা’  আনোয়ারের লাশ চার দিন পর দাফন করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর বোয়ালিয়া থানার হেতেমখা কবরস্থানে আনোয়ারের লাশ বেওয়ারিশ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশন দাফন করে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তা   এনায়েত কবির মিলন। মিলন বলেন, বেওয়ারিশ  হিসেবেই পুলিশ তাদের কাছে আনোয়ারের লাশ হস্তান্তর করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে লাশ বুঝে নিয়ে নিয়ম অনুযায়ী তাকে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

আনোয়ারের মা শুরুজ্জান বেওয়া জানান, পুলিশ লাশ নিতে তাকে যেতে বলেছিল। কিন্তু আর্থিক অনটনের কারণে তারা লাশ নিতে যাননি। পরে পুলিশ লাশ পৌঁছে দিতে চাইলেও নেননি। কারণ হিসেবে তিনি বলেন, ‘এলাকার লোক যদি দাফনে সাহায্য না করে। তাহলে ছেলের লাশ এনে আমি কী করব। বাড়িতে কোনো পুরুষ নেই।’

জানা গেছে, চরম দরিদ্রতার মধ্যে বসবাস করেন মা শুরুজ্জান বেওয়া। ভাঙা ঘরটি বসবাসের অনুপযোগী। পাশেই বসবাস আনোয়ারের ভাই ইউসুফের। ইউসুফ জেএমবি-সংশ্লিষ্টতায় আগেই আটক হয়ে কারাগারে। বর্তমানে সেখানে থাকেন মা শুরুজ্জান বেওয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর