রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরীসহ জেলার মাধ্যমিক পর্যায়ের সব স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল জঙ্গিবিরোধী নানা কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে স্ব-স্ব প্রতিষ্ঠান এসব কর্মসূচির আয়োজন করে। শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়। এ ছাড়া উত্তরার সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও সভা-সমাবেশের আয়োজন করা হয়। জঙ্গিবিরোধী স্লোগানসংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সামনের অবস্থান কর্মসূচিতে অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। জঙ্গি তত্পরতার বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। এ কর্মসূচিতে আরও অংশ নেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন মোল্লা, ঢাকার জেলা প্রশাসক সালাহ উদ্দীন প্রমুখ।

সর্বশেষ খবর