সোমবার, ১৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

৪৬০ নন-ক্যাডারকে নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

৩৪তম বিসিএসে উত্তীর্ণ আরও ৪৬০ নন-ক্যাডারকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন। এদের মধ্যে ৪৫০ জনকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ১০ জনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।  নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে ইংরেজির সহকারী শিক্ষক হিসেবে ৯৮ জন, গণিতের ৭৩ জন, জীববিজ্ঞানের ৫০ জন, ভৌত-বিজ্ঞানের ৪৯ জন, সামাজিক বিজ্ঞানের ৪৮ জন, ব্যবসায় শিক্ষায় ৪৮ জন, ইসলাম শিক্ষায় ২৫ জন, কৃষিশিক্ষায় ২৪ জন, ভূগোলে ২৩ জন, বাংলায় ১১ জন এবং চারুকলায় একজনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সাতজনকে পরিবেশ ও বন পরিদর্শক, দুইজনকে জুনিয়র কেমিস্ট ও একজনকে সহকারী বায়োকেমিস্ট হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ খবর