বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মেয়রের কাছে ব্যাখ্যা চাওয়ার অধিকার আমলার নেই

চট্টগ্রামে মানববন্ধনে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়রের কাছে ব্যাখ্যা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের পাঠানো চিঠি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন চসিকের তালিকাভুক্ত ঠিকাদাররা। গতকাল দুপুরে নগর ভবন চত্বরে ঠিকাদার এস এম শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, স কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম প্রমুখ। বক্তারা বলেন, চট্টগ্রাম উন্নয়নের দায়িত্ব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই গ্রহণ করেছেন। সে দিক থেকে চট্টগ্রামবাসী ভাগ্যবান। জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম নগরের প্রতিনিধি নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেয়র আধুনিক, বিশ্বমানের ও নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন। তার উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে চট্টগ্রামবিদ্বেষী একটি মহল শুরু থেকে ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় সরকারের কিছু আমলা ষড়যন্ত্রে যুক্ত হচ্ছেন। তারা চট্টগ্রামের উন্নয়ন চান না বলেই উন্নয়ন বরাদ্দ যথাযথভাবে চট্টগ্রাম পাচ্ছে না। চট্টগ্রামবিদ্বেষী কতিপয় আমলার কারণে নতুন খাল খননসহ অসংখ্য প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

সর্বশেষ খবর