বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

তদন্ত কর্মকর্তাসহ আরও পাঁচ পুলিশ সদস্যের সাক্ষ্য প্রদান

নারায়ণগঞ্জে ৭ খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার এক তদন্তকারী কর্মকর্তাসহ পাঁচ পুলিশ কর্মকর্তা আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। গতকাল নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ওই ৫ পুলিশ কর্মকর্তা তাদের সাক্ষ্য প্রদান করেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। বিচারক পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আগামী ২২ আগস্ট। মামলায় গ্রেফতারকৃত ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। 

গতকাল যে পাঁচ পুলিশ কর্মকর্তা আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন তারা হলেন—সাত খুন মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সাবেক ওসি (তদন্ত) বর্তমানে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল, ভোলার বোরহান উদ্দিন থানার সাবেক এসআই বর্তমানে চট্টগ্রামের বোয়ালিয়া থানায় কর্মরত এসআই আবুল খায়ের, পিরোজপুর  থানার ঝাউখালি থানার এসআই মহিবুল্লাহ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এএসআই হারুন মিয়া এবং নাটোর জেলার গুরুদাসপুর থানার সাবেক এএসআই বর্তমানে চট্টগ্রাম বন্দর ফাঁড়িতে কর্মরত এএসআই আতাউর রহমান।

মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা আবদুল আউয়াল ছাড়া বাকি ৪ পুলিশ কর্মকর্তা এসআই আবুল খায়ের আসামি আরিফ হোসেনের, এসআই মহিবুল্লাহ তারেক সাঈদ মোহাম্মদ, এএসআই হারুন মিয়া মোর্তুজা জামান চার্চিল এবং এএসআই বেলাল আহমেদ বেলাল হোসেনের গ্রামের বাড়ির ঠিকানা শনাক্ত করেন।

 

সর্বশেষ খবর