শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মাতৃদুগ্ধ পানের ক্ষেত্রে বিপ্লব ঘটেছে বাংলাদেশে

কালের কণ্ঠের গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক

মাতৃদুগ্ধ পানের ক্ষেত্রে বিপ্লব ঘটেছে বাংলাদেশে

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-১৬ উদযাপন উপলক্ষে গতকাল দৈনিক কালের কণ্ঠ ও ইউএসএইড-এর উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠক —বাংলাদেশ প্রতিদিন

মাতৃদুগ্ধ পানের ক্ষেত্রে বাংলাদেশে বিপ্লব ঘটেছে। সাম্প্রতিক গবেষণায় জানা যায়, উন্নত বিশ্বের দেশগুলোর তুলনায় বাংলাদেশ মাতৃদুগ্ধ পান করানোর হারে এগিয়ে আছে। তবে গুঁড়ো দুধ ব্যবহারের জন্য মায়েদের সচেতনতা তৈরিতে স্বাস্থ্যকর্মীদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। আশার কথা, সরকার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টে ব্রেস্ট ফিডিং কর্নার তৈরির জন্য চিঠি দিয়েছে। এমনকি এই বিষয়ে সচেতনতা তৈরির জন্য চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গতকাল বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-১৬ উপলক্ষে দৈনিক কালের কণ্ঠ ও ইউএসএইড-এর উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহেদ মালেক এমপি। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রজেক্টারে মূল প্রবন্ধ তুলে ধরেন আইসিডিডিআরবি’র নিউট্রিশন অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিস ডিভিশনের সিনিয়র পরিচালক ড. তাহমীদ আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও ছিলেন, এফবিসিসিআইসি’র পরিচালক হেলাল উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক শেখ মো. শামীম ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর হার ৫৫ শতাংশ। আর বিশ্বব্যাপী এই হার ৩৭ শতাংশ। বাংলাদেশে এই হার তুলনামূলক ভালো। জন্মের পর থেকে যে শিশুরা মায়ের দুধ পান করে তারা ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানারকম রোগের হাত থেকে রক্ষা পায়। এর ফলে শিশুমৃত্যুর হার কমে যায়। এ ছাড়া মাতৃদুগ্ধের পান করানোর ফলে মায়ের স্তন ক্যান্সারের ঝুঁকি কমে আসে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক বলেন, শিশুদের মাতৃদুগ্ধ পান করার বিষয়টিকে সরকার গুরুত্ব সহকারে নিয়েছে। তবে যে কোনো বিষয়ে সফলতার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। মায়ের দুধের বিকল্প বলে কিছু থাকতে পারে না। সরকার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টে ব্রেস্ট ফিডিং কর্নার তৈরির জন্য চিঠি দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর